NASA-র ক্যামেরায় উঠে এল চাঁদের মাটিতে আর্মি ট্যাংক!
NASA-র ক্যামেরায় উঠে এল চাঁদের মাটিতে আর্মি ট্যাংক!
ডেস্ক রিপোর্ট
২০১৭-০৫-১৫ ০৩:৪৮:১১
প্রিন্টঅ-অ+


চাঁদে প্রাণ আছে কি নেই এই নিয়ে বিতর্কের অন্ত নেই। কিন্তু এবার চাঁদেই দেখা গেল একটি অদ্ভুত জিনিস। যা এলিয়ন নাকি অন্য কোনও বস্তু, সেই নিয়ে বিতর্ক চলছেই৷ তবে নাসার একটি ছবিতে স্পষ্টভাবে উঠে এল সেই ছবি। যেটি দেখে ইউএফও বিশেষজ্ঞরা দাবি করলেন এটি একটি আর্মি ট্যাংক।

আমেরিকান স্পেস এজেন্সি থেকে এই বিশেষ ‘যান’-টির একটি স্পষ্ট ছবি দেওয়া হয়েছে। আর এই জিনিসটি আদতে কি তা পর্যবেক্ষণ করে দেখছে ‘সিকিয়রটিম ১০’ নামে একটি ইউটিউব চ্যানেল। এই বিশেষ ইউটিউব চ্যানেলটি বিশ্বের সমস্ত রহস্যের সমাধান করে। এই বিশেষ ইউটিউব চ্যানেলটির ফলোয়ারের সংখ্যা প্রায় কয়েক লক্ষ।

এই বিশেষ ট্যাংকের মতন দেখতে বস্তুটির সম্পর্কে ওই ইউটিউব চ্যানেলের একজন বিশেষজ্ঞ বলেন, এই বিশেষ বস্তুটি আদৌ কোনও আর্মি ট্যাংক নয়। এটি একটি খুবই অদ্ভুত শেপের পাথর। তিনি আরও বলেন, এটি একটি আয়তক্ষেত্র আকৃতির একটি পাথর। এই বিশেষ বস্তুটি বার্ডস আই ভিউ থেকে দেখার ফলে এটি দেখতে একেবারেই আর্মি ট্যাঙ্কের মতন দেখতে লাগে।

ইঞ্জিনিয়রবিডি ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ, তথ্য, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট অাইনে পু্র্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা ।

মন্তব্য

মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে ইঞ্জিনিয়রবিডি ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।

বিজ্ঞান প্রযুক্তি এর অারো খবর