ফেসবুকে শামান শাত্বিক নামে এক বাঙালি একটি বাংলাদেশি কিশোরীর ছবি পোস্ট করে লিখেছেন, এই বাংলাদেশি মেয়েটা মাস ছ’য়েকের উপর হলো টরন্টোর সাবওয়েতে ঘুরে বেড়াচ্ছে। তা দেখে অনেকেই উৎকন্ঠা শুরু করে।
পরে খোঁজ-খরব নিয়ে জানা গেলো, কানাডা ভিত্তিক প্ল্যান ইন্টারন্যাশনাল নামক একটি এনজিও’র পোস্টারে মেয়েটা স্থান পেয়েছে, তাতে তার বাংলাদেশি জন্মসনদপত্র অস্পষ্টভাবে যুক্ত করা হয়েছে। সেই পোস্টার ট্রেনের ভেতর এবং ইয়াং সাবওয়েতে সেঁটে দেয়া হয়েছে! জন্মসনদের প্রয়োজনীয়তার উল্লেখ করে প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের ফান্ডিংয়ের জন্য এই পোষ্টার প্রচার করছে।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে ইঞ্জিনিয়রবিডি ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।
ইঞ্জিনিয়রবিডি ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ, তথ্য, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট অাইনে পু্র্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা ।