প্রীতি ভক্তদের জন্য আবারো এক প্রীতিকর সংবাদ নিয়ে হাজির হলো গণমাধ্যম। ৪১ বছরের একাকীত্ব কাটিয়ে অবশেষে বিয়ে করতে যাচ্ছেন প্রীতি জিনতা। ভারতীয় গণমাধ্যমের খবর সত্য অবশ্য সব প্রীতি ভক্তের জন্য সেটি প্রীতিকর হবে না।
বিয়ের খবর কিছুটা আচমকা এলেও প্রীতি জিনতার ঘনিষ্ঠজনরা নাকি বিষয়টি আগে থেকেই জানতেন। দীর্ঘ ১৮ মাস ধরে আমেরিকান বন্ধু গিনি গুডএনাফের সঙ্গে প্রীতিডোরে বাঁধা রয়েছেন এক সময়ের বলিউড তারকা। আইপিএলের গত আসরে প্রীতির সঙ্গে তাকে একাধিকবার দেখাও গেছে।
বিনোদন বিষয়ক ওয়বসাইট স্পটবয়ডটকম এর তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে প্রীতির বিয়ের অনুষ্ঠান। তবে প্রীতির কাছ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রীতিকর সংবাদ পাওয়া যায়নি।
এর আগে গত জানুয়ারি মাসে একবার প্রীতি জিনতার বিয়ের গুজব ছড়ায়। সেসময় বিষয়টি অস্বীকার করলেও শিগগিরই ভক্তদের সুসংবাদ দিবেন বলে জানান আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের অন্যতম মালিক প্রীতি জিনতা।
গত ৬ ফেব্রুয়ারি আইপিএলের নিলামে দল গোছাতে দেখা গেছে প্রীতিকে। তখনো এ বিষয়ে কিছুই জানাননি ৪১ বছর বয়সী এ ডিম্পল সুন্দরী।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে ইঞ্জিনিয়রবিডি ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।
ইঞ্জিনিয়রবিডি ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ, তথ্য, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট অাইনে পু্র্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা ।